একইরাতে দুই ব্যাংকে চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল। আজ ফিরেন্সিক টিমের দলটি নমুনা সংগ্রহ করতে ওই ব্যাংক দুটিতে যায়। উল্লেখ্য গত কয়েকদিন আগে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে একই বিল্ডিংয়ের তলায় দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা চালায় এক দুষ্কৃতির দল। ব্যাংকের শাটার , সিসিটিভি ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকলেও ব্যাংকের ভল্ট ভেঙে টাকা হাতাতে পারে নি। শিলিগুড়িতে একেরপর এক ব্যাংক ঘটনার কিনারা করতেই এই ফিরেন্সিক দলের শিলিগুড়িতে আসা বলেই জানা গেছে। পুলিশ জানিয়েছে এখনই কিছু বলা যাবে না। কলকাতা থেকে ফরেন্সিক দল এসেছে, তদন্ত চলছে।
চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল
