করোনা পরিস্থিতি , গালোওয়ানে সীমান্ত সমস্যায় এবার চীনা সামগ্রী বর্জনের ডাক দিয়েছিল ভারত সরকার। সেই সঙ্গে ভোকাল ফর লোকাল বা স্বদেশীয় দ্রব্যের ওপর জোর প্রচার হয়েছিল। আর এই প্রচারে দেশের অর্থনীতিতে লাভের ইঙ্গিত মিলল এমনটাই দাবি সিএআইটির। রবিবার এমনই তথ্য জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ।
অন্যদিকে, ভারতীয় বিক্রেতারা চিনের পণ্য বয়কট করার জন্য সেই রপ্তানিকাররা ৪০ হাজার কোটি টাকার লোকসানের সম্মুখিন হয়েছেন। উল্লেখ্য, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে অশান্তির কারণে সিএআইটি চিনের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।
সিএআইটি তাদের এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতের শীর্ষ বিপনণ কেন্দ্র হিসাবে বিবেচিত এরকম ২০টি ভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা আশা করা যাচ্ছে যে দিওয়ালি উত্সবের বিক্রি প্রায় ৭২ হাজার কোটি টাকার ব্যবসা অর্জন করেছে এবং চিনকে ৪০ হাজার কোটির লোকসান করিয়ে দিয়েছে।’
চীনা সামগ্রীর নিষেধাজ্ঞা বা কম ব্যবহারে যে লাভের অংশ দেখা দিয়েছে তাতে ভবিষ্যতে দেশের স্বদেশীয় বানিজ্যকে আরো বেশি প্রভাবিত করবে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা।