চিন্তা বাড়ছে ঘরে ঘরে

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হচ্ছে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ। সারা বিশ্বের মধ্যে সংক্রমণের রেকর্ড গড়েছিল ভারত৷ ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে৷ মহারাষ্ট্র সবার শীর্ষে৷

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের৷ এর উপর চিকিৎসা সামগ্রীর আকাল হাসপাতালগুলির উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে৷ বাংলাজুড়ে চলছে আংশিক লকডাউন৷ এখনও পর্যন্ত দেশে মোট ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জনের টিকাকরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *