চালু হল সুলভ মূল্যে আলুর দোকান

আলিপুরদুয়ারঃ বৃহস্পতিবার সকালে রাজ্যে প্রথম আলিপুরদুয়ার বড়বাজারে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান । সূত্রের খবর, বুধবার জেলার আলু ব্যাবসায়ী, এবং হিমঘর মালিক দের সঙ্গে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনের করা একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে নির্ধারন করা হয় প্রতি কেজি আলুর বিক্রয় মুল্য । ২৫ টাকা প্রতি কেজি আলি বিক্রি করা হবে বলেই চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।


আলু ব্যাবসায়ীরা জানান, বাজারে যে হারে আলুর দাম বেড়েছে তাতে সাধারন মানুষ বিপাকে পড়েছেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া । যদিও প্রাথমিক স্থরে এই ব্যবস্থা আলিপুরদুয়ারে চালু হয়েছে তবে পরবর্তিতে গোটা জেলার বাজারে এই একই ব্যাবস্থা চালু করা হবে । এছাড়াও জানা গিয়েছে, সুলভ মূল্যে আলু বিক্রির ক্ষেত্রে আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের ও পূর্ন সমর্থন রয়েছে । সুলভমূল্যে আলু বিক্রয়ের এই ব্যাবস্থায় খুশি ক্রেতারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *