চামটা ব্রিজে বেরিয়ে রয়েছে রড , ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীরা

চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে চামটা ব্রিজের হাল বেহাল । সিমেন্টের চাদর উঠে বেরিয়ে রয়েছে রড । যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের ।চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে এই চামটা ব্রিজ । শিলিগুড়ি হিলকার্ট রোডের উপর চাপ কমাতে মাটিগাড়া থেকে শিলিগুড়ি ঢোকার জন্য তৈরি হওয়া দুই বাইপাস রোডের একটি অন্যতম রোডে এই ব্রিজের বেহাল অবস্থায় ক্ষুব্ধ পথচারীরা । শুধু এই ব্রিজের অবস্থাই শুধু শোচনীয় নয়, এর পাশাপাশি চতুর্থ মহানন্দা সেতু ওঠার আগেও রাস্তাটির প্রায় কয়েকশো মিটার খানাখন্দে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে । বর্ষায় বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার কোনো উপায় না থাকাতেই এই সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের বক্তব্য।

স্থানীয় পবন যাদবের কথায় জানা যায় রোডের পাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় জল জমছে রাস্তায় এবং সেই সঙ্গে ব্রিজের আগের অংশটিও ভেঙে রয়েছে । স্থানীয় কয়েকজন লোকের সহায়তায় সেই গর্ত ভরাট হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থায় বর্তমানে মাটিগাড়া থেকে ঝংকার মোড় আসার রাস্তা বেশ ঝুঁকিপূর্ণ । পথচারী থেকে স্থানীয় সবাই ব্রিজটি শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছে বলে সূত্রের খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *