৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। কৃষকদের একটাই দাবি নয়া তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। তবে আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছে সরকার।
সিংঘু, তিকরি ও গাজিপুর সীমানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। কংক্রিটের ব্যারিকেড, তার উপরে কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতেছে দিল্লি পুলিশ। সঙ্গে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে। তবে রেখেছেন। এবার চাপে পড়ে তাই সিংঘু সীমানা থেকে পথে পোঁতা পেরেক তুলে নিল দিল্লি পুলিশ।