বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি রায়ে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি।
তারপর থেকেই শিক্ষকদের অভাবে ধুঁকতে শুরু করেছে রাজ্যের বহু স্কুল। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ, দৃশ্যটা কমবেশি একই রকম। কিছু স্কুলে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের জায়গায় পার্শ্ব শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরিকল্পনা করা হয়েছিল।
কিন্তু এবার ক্লাস বয়কটের পথে গেলেন তাঁরাও। ফলত মাথায় হাত দিয়ে বসার জোগাড় হয়েছে স্কুল কর্তৃপক্ষের। এমনই ঘটনা ঘটছে শিলিগুড়ি-জলপাইগুড়ির বহু স্কুলে। স্কুলে পরপর তিন দিন অনুপস্থিত থেকেছেন পার্শ্ব শিক্ষকরা। এমন পরিস্থিতিতে স্কুল চালানোটাই দায় হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের।