চাকরির দাবিতে ডিওয়াইও-র বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

সরকারি চাকরি এবং শূন্যপদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া ডি ওয়াই ও। জানা গেছে বেকার যুবকদের স্থায়ী সরকারি চাকরি, সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে বাম সংগঠনের এই বিক্ষোভ মিছিল।

সমস্ত বেকারদের কাজ,যুবশ্রী ভাতা প্রাপকদের অবিলম্বে চাকরি,সরকারি ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ,রেশন এবং কাজ না পাওয়া অবধি মাসে ৭৫০০ টাকা ভাতা ইত্যাদি পাঁচ দফা দাবির ভিত্তিতে শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও।সমাজপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহর পরিক্রমা করে তারা জেলাশাসকের অফিসে যান । বিক্ষোভ প্রদর্শনের পর যুব সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ।জেলাশাসক দ্রুত বিষয়গুলোর কার্যকরী পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন ।এই পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া ডি ওয়াই ও’র জলপাইগুড়ি জেলা সম্পাদক সুজয় লোধ,সভাপতি কাবুল হোসেন,জেলা কমিটির সদস্য সুজন পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *