প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমবার গুগল ও আলফাবেটের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। আজ গুগল কর্তা সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের ৭৫ হাজার কোটি টাকা লগ্নি করবেন। আর এই লগ্নি করা হবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে। তিনি জানান, এটা করা হবে ইকুইটি ইনভেসমেন্ট, অংশীদারিত্ব এবং কর্মক্ষম,পরিকাঠামো ও ইকোসিস্টেমের লগ্নি ইত্যাদি মাধ্যমে। এদিকে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, এদিন সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি জানান বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে বিশেষত প্রযুক্তি প্রয়োগে কেমন করে ভারতীয় কৃষক ,যুব এবং উদ্যোগীদের জীবনযাত্রা বদলে দেওয়া যায় তা নিয়ে।