গান্ধী ময়দানে সভা বিমলের

পাহাড়ে রোশনকে দূত হিসেবে পাঠিয়ে জল মেপে অবশেষে সভায় ব্যাপক ভিড়ের আগাম পূর্বাভাস পেয়ে স্থান পরিবর্তন করল পুলিশের ডায়েরিতে নিখোঁজ বিমল গুরুং। প্রায় তিনবছর পর প্রকাশ্যে আসছেন মোর্চানেতা বিমল গুরুং। সেইমত একদা মোর্চার দোর্দন্ড প্রতাপশালী নেতার পুনরায় পাহাড়ে ওঠাকে ঘিরে রীতিমত উচ্ছাস দেখা গেছে।সেই মতো পাহাড়ে একেবারে না উঠে সমতলে থেকে আপাতত পাহাড়ের দিকে নজর রাখবেন বিমল। কারন সমতলে তরাই ডুয়ার্সে এখন বিমলের ভালো প্রভাব রয়েছে বলে দাবি বিমল পন্থী নেতাদের। বিমলের শিলিগুড়িতে আসার খবরে সমতলে গোপনে গোপনে রীতিমত বিমলপন্থী নেতাদের মিটিংও হয়ে গিয়েছে।

জানা গেছে ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা হবে গান্ধী ময়দানে। মাঠ ছোটো হওয়ায় স্থান পরিবর্তন। সভায় দেড় লাখ লোকের জমায়েত হবে বলে দাবী বিমলপন্থীদের। সভার পর আপাতত শিলগুড়িতেই ঘাঁটি গাড়বেন বিমল। পাহাড়ে যাওয়ার দিনক্ষন চূড়ান্ত হয়নি। শিলিগুড়িকে মধ্যমণি করেই বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করবেন তিনি। সভা বানচালের চেষ্টায় বিনয়, অনীতরা। একুশের লড়াইয়ে বিজেপিকে মোক্ষম জবাব দেওয়া হবে। ঘোষণা বিমলপন্থী মোর্চার সহ সভাপতি বিশাল ছেত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *