গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা। বর্তমান কোভিড প্রেক্ষাপটে স্বচ্ছতার পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন এবং মাস্ক প্রদান করল মালদার চাঁচলের কলিগ্রামের ছাত্রযুবরা ।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি ।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়।

সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস ।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হল বাজার, ব্যাংক এবং পঞ্চায়েত এলাকা সাফাই এর সঙ্গে স্যানিটাইজেশন করা হলো । সাথেই সচেতনতা প্রচারের উদ্দেশ্যে বাজারের ব্যবসায়ী এবং পথচলতি মানুষদের মধ্যে মাক্স বিতরণ করা হয় । এলাকার ছাত্র-যুবকদের উদ্যোগ এবং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *