গত চল্লিশ বছরে সর্বনিম্ন দেশের আর্থিক সূচক

দীর্ঘ পাঁচমাসে বদলে গিয়েছে শেষ তথা পৃথিবীর পরিস্থিতি। সেই সঙ্গে করোনা আবহে টালমাটাল দেশের অর্থনীতি। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরের এপ্রিল-জুনে দেশের অর্থনীতি নজিরবিহীনভাবে ২৩.৯% সংকুচিত হয়েছে, যা গত চল্লিশ বছরে দেখা যায়নি।

বস্তুত দেশের অর্থনীতির এতটা গভীর সংকোচন স্বাধীনতার পর আর কখনো হয়নি । এরপর জুলাই-সেপ্টেম্বরেও যদি অর্থনীতির সংকোচন অব্যাহত থাকে, যার সম্ভাবনা খুব বেশি, তা হলে সামনে অবস্থা আরও খারাপ হবে । রেটিং সংস্থা ক্রিসিলের আশঙ্কা, স্বাধীনতার পর এই নিয়ে চতুর্থবার মন্দার সম্মুখীন ভারত এবং এই মন্দা হয়তো সবচেয়ে তীব্র হবে । বিরোধীরা ইতিমধ্যে দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়ে কেন্দ্রকে লাগাতার খোঁচা দিচ্ছে। এই রিপোর্ট প্রকাশে কেন্দ্রের বিড়ম্বনা।যে বাড়বে বই কমবে না তা বলার অপেক্ষা রাখে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *