গঙ্গার ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি সাংসদ খগেন মুর্মুর

গঙ্গা ও ফুলহর নদীর ভাঙনে জেরবার মালদা জেলার বিস্তীর্ণ এলাকা । মালদার সাংসদ খগেন মুর্মু আজ গঙ্গার নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলল সংসদে ।অধিবেশনের জিরো আওয়ারে সাংসদ মালদায় বন্যা পরিস্থিতি এবং ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের ও চেষ্টা করেন বলে জানা গেছে । সেই সঙ্গে ভাঙন রোধে রাজ্যসরকারের উদাসীনতা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছে ।

সাংসদ জানিয়েছেন প্রতি বর্ষায় গঙ্গা ও ফুলহর নদীর কাছাকাছি এলাকা বন্যায় ডুবে যায় মহানন্দা টোলা, ভিলাই মারি, দেবীপুর,ভাকুরিয়া সহ বিভিন্ন জায়গা বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার চাষের জমি সহ ঘরবাড়ি ।

ভাঙন বাড়তে বাড়তে গঙ্গা মহানন্দা টোলার কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে । ইতিমধ্যে বহু একর চাষের জমি গঙ্গায় বিলীন হয়েছে বলে সূত্রের খবর । গ্রামবাসীরা ইতিমধ্যে খুবই সন্ত্রস্ত ।গতকয়েকদিন ভারী বৃষ্টিতে আবার গঙ্গার ভাঙন বৃদ্ধিতে রীতিমত আতঙ্কে মহানন্দা টোলার প্রায় দেড়শো পরিবার ।
গঙ্গা ও ফুলহর নদীর ভাঙন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন খগেন বাবু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *