কালিপুজোয় প্রতিবছর আলাদা নজর কাড়ে জলপাইগুড়ির পান্ডাপাড়া কালিবাড়ির পুজো। কিন্তু এবার করোনা অতিমারিতে কিছুটা হলেও যেন মনমরা আলোর ঝলকানি। তবুও মায়ের আরাধনায় কোনো খামতি রাখতে চাননা ক্লাব কর্তারা। কোভিড পরিস্থিতির যাবতীয় নির্দেশিকা মেনে এবারও তারা দর্শনার্থীদের জন্য তুলে ধরছে থিম পুজো।তারই খুঁটি পুজো হল এদিন।
এবারের বিশেষ থিম কালের কন্ঠ – সখের পাল্কি।এখানে কালের অর্থ সময় এবং কন্ঠ অর্থাৎ নিকট (কাছে)সেই দিক থেকে সময়ের সাথে সাথে পাল্কি এখন বিলুপ্ত।এখন যারা পাল্কি ব্যবহার করেন,তারা সখেই করে থাকেন।যেমনটা আমরা আমাদের শহরে বিয়ের অনুষ্ঠানে দেখে থাকি।যে কারনেই এখানে কালের কন্ঠ-সখের পাল্কি বলা হচ্ছে।পুরোহিত মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে শ্যামাপুজোর সূচনা করা হয়।নদীয়ার শিল্পীরা এই শ্যামাপুজোর পুরো কাজটি করবে বলে ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানিয়েছেন। তিনি আরও বলেন এবারে তাদের পুজোর বাজেট কমিয়ে ৫ লখ্য টাকা করা হয়েছে কারন করোনা ও লক ডাউনের সমস্যার দরুন আর্থিক অসুবিধা।সেকারনে ক্লাব সদস্য ও আসে পাশের মানুষের আর্থিক সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনেই এই পুজো করা হবে।