কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার সকাল থেকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। মোট ২২টি সিবিআই আধিকারিকদের দল তদন্তে বেরিয়েছে। কয়লা পাচার কাণ্ডে প্রথমে তদন্তে নামে আয়কর দফতর। তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা। আর তার এই কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত এনামুল। কয়লা পাচারের তদন্তে তৎপরতা শুরু হওয়ার প্রায় একই সময়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *