কৌন বনেগা ক্রোরপতি তে কোটিপতি হলে কত টাকা পাবেন?

কৌন বনেগা ক্রোরপতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোটিপতি হওয়ার ইচ্ছে সবারই। ক্রোরের অর্থাৎ কোটিটাকার লোভে অনেকে এই খেলায় অংশগ্রহণ করে অধীর উৎসাহে। অনেকে জিতেছেন কোটি টাকাও। কিন্তু এই টাকার পুরোটাই পান বিজেতা নাকি রয়েছে অন্য গল্প? এনিয়ে সন্দেহ কোথাও হলেও একটু দানা বাঁধে।

আইন অনুযায়ী এমন আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে কর, সারচার্জ (যদি যুক্ত হয়) এবং ৪ শতাংশ হারে সেস ধার্য্য করা হয়েছে। সেইসঙ্গে আয়করের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমায় যে সাধারণ ছাড় পাওয়া যায় সেই সুবিধা এই ধরনের আয়ের ক্ষেত্রে পাওয়া যায় না। সাধারণভাবে পুরস্কারদাতাই টিডিএস বাবদ করের অঙ্ক বাদ দিয়ে বাকি টাকা পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন। তাই ৩০ শতাংশ কর এবং বাকি যে টাকাটা বাদ যাবে, তাতে গিয়ে সবমিলিয়ে দাঁড়াচ্ছে ১ কোটি টাকা জিতবেন যারা, তাদের টাকার অঙ্ক থেকে প্রায় ৩১.২০ লক্ষ টাকা কেটে নেওয়া হবে ৷ বাকি টাকাটা ঢুকবে বিজয়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ এই সমস্ত গেম শো, লটারি বা জুয়া থেকে আয়ের ক্ষেত্রে করের পরিমাণ ৩০ শতাংশ। এর সঙ্গে আয়কর আইনের ১১৫বিবি ধারা অনুসারে যুক্ত হবে সারচার্জ এবং সেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *