কোভিড ভ্যাক্সিন আবিষ্কারে উল্লেখযোগ্য দাবি রাশিয়ার

কোভিড ভ্যাক্সিন আবিষ্কারের দৌড়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করল রাশিয়া। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম দফায় ঘরোয়া বাজারে ওই ভ্যাক্সিন ছাড়ার পরিকল্পনা করেছে পুতিন প্রশাসন। আগামী বছরের গোড়া থেকে প্রতি মাসে কয়েক লাখ ভ্যাক্সিনের ডোজ তৈরি করবে রাশিয়া, জানিয়েছেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী দেনিস মান্তুরভ।

স্বেচ্ছাসেবীদের দেহে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির আবিষ্কৃত ভ্যাক্সিন প্রয়োগ করার পরে করোনাভাইরাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ভ্যাক্সিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। একই কথা জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও। সেপ্টেম্বর মাসে রাশিয়ায় ভ্যাক্সিন উৎপাদন করার ব্যাপারে এখনও পর্যন্ত তিনটি সংস্থার নাম শোনা যাচ্ছে।

ইতিমধ্যে মঙ্গলবার রাশিয়ায় ৫,১৫৯ জন নতুন কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। সে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮,৬১,৪২৩, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৩৫১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *