কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি জরুরী মিটিং হলো।
উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এম এস ভি পি, ডিন, এইচ ও ডি মেডিসিন এবং আরো ৫, ৬ জন ডাক্তার সহ মাইক্রো বায়োলজির অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন ২১৪ টি বেডে ট্রিটমেন্ট হচ্ছে। শিশু বিভাগে ১৪ টি এবং ১৪ সাসপেক্ট পেশেন্টদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেনের লাইন আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার এবং লাইনটি হলে আরো ৫৬ টি বেড আমরা মেডিক্যালে বাড়াতে পারবো। অক্সিজেন প্ল্যান্টের কাজ ত্বরান্বিত করার ব্যাপারে কথা হয়েছে। একটি অ্যাম্বুলেনস তারা চেয়েছে, সেটার জন্য এস জে ডি এ -র কর্তৃপক্ষকে বলেছি তারা রাজি হয়েছে। আরেকটা একটা অতিরিক্ত অ্যাম্বুলেনস আমরা খুব দ্রুত ব্যবস্থা করছি মেডিক্যাল কলেজের ভেতরে রোগীদের মুভ করানোর জন্য । এছাড়াও অক্সিজেন এবং মেডিক্যালের মর্গে ডেড বডি রাখার জন্য বর্তমানে ৬ টি ট্রে আছে, সেটাকে বাড়ানোর জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করছি। সব মিলিয়ে ডাক্তাররা যুদ্ধ কালীন তৎপরতায় সেবার কাজে নিয়োজিত আছেন । উত্তরবঙ্গের সবচেয়ে বেশি কোভিড পেশেন্টকে একজায়গায় অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা। যে যে জায়গা গুলো একটু সমস্যা রয়েছে, যেটা স্বাস্থ্য ভবনের সাথে কথা বলার বলবো বাকিটা জেলা প্রশাসনের সাথে মেডিক্যাল কলেজের সমন্বয়টা আরেকটু মসৃণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *