কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

শুক্রবার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে আছেন দুই পাইলট। তাঁদের একজনের নাম উইং কম্যান্ডার দীপক বসন্ত শাঠে। তিনি এয়ার ইন্ডিয়ার এয়ারবাস ৩১০ এস চালাতেন। তিনি একসময় বায়ুসেনার পাইলট ছিলেন। ক্যাপটেন শাঠেকে এয়ারফোর্স অ্যাকাডেমি সোর্ড অব অনার দিয়েছিল। বায়ুসেনা সূত্রে খবর, তাঁকে ৫৮ এনডিএ প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। বিমানবাহিনীতেও একসময় দক্ষ পাইলট হিসাবে তিনি বিশেষ সম্মান পেয়েছিলেন।

শুক্রবার বিমানটি দুবাই থেকে আসছিল৷ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। ক্যাপটেন শাঠের বিমানটি দু’বার সেখানে নামতে গিয়ে ব্যর্থ হয়। তৃতীয়বারের চেষ্টায় নামার পরে দুর্ঘটনা রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি দু’টুকরো হয়ে ৩৫ ফুট গর্তে পড়ে যায়। কোঝিকোড় বিমান বন্দরের দু’দিকে আছে গভীর গর্ত।

১৮৪ জন যাত্রী, দুই পাইলট ও পাঁচ কর্মী সহ মোট ১৯১ জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে আহত হয়েছেন ৫০ জন। ১৫ জনের অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *