দীর্ঘ এক বছর নিয়ে ধরে অবশেষে মহারাষ্ট্রের নাসিক থেকে তিরুঅনন্তপুরমে এক বিশালাকার ট্রাক এসে পৌঁছলো। এই বিশালাকার ট্রাকটি ৭৪ চাকা বিশিষ্ট । করোনা আবহে লকডাউন হওয়ায় এই ট্রাক অন্ধ্রপ্রদেশে ছিল। আসলে এই ট্রাকে ছিল বিক্রম সারাভাই স্পেস স্টেশনের জন্য তৈরি বিশেষ একটি যন্ত্র। এই যন্ত্রের ওজন ৭৮ টন। বিক্রম সারাভাই স্পেসে এই যন্ত্রের দ্বারা মহাকাশ গবেষণার ব্যাপারে কিছু কাজ শুরু হবে। এই ট্রাকের সঙ্গে ছিল ৩০ জন ইঞ্জিনিয়ার। ট্রাকের ভেতরে যে যন্ত্রটি ছিল তার উচ্চতা ৭.৫ মিটার। প্রায় ১৭০০ কিমি এই ভারী যন্ত্র নিয়ে অবশেষে তিরুঅনন্তপুরমে এসে পৌঁছেছে ট্রাকটি। বিশালাকার ট্রাকের পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রাকটি বিশালাকার হওয়ার জন্য রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।