কেরলের মুন্নারে ধস নামল বানভাসি বৃষ্টিতে

একনাগাড়ে তিনদিন ধরে বৃষ্টিতে বানভাসি কেরলের মুন্নার। জলের তোড়ে ভেসে যায় রাস্তাঘাট, বাড়িঘর। ধস নেমে আসে শৈল শহরে। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি চা বাগান। শুরু হয়েছে উদ্ধারকাজ।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ওয়েনাড় ও ইদ্দুকি জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। আরও পাঁচটি জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। তাদের মধ্যে আছে আলাপ্পুঝা, কোট্টায়াম, ত্রিচুর ও কাসারগড়। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

গত তিনদিন ধরেই লাগামছাড়া বৃষ্টি হচ্ছে ইদ্দুকি জেলায়। এ দিন সকালে কন্নন দেবন এস্টেট ও তার সংলগ্ন এলাকায় প্রবল ধস নামে। চাপা পড়ে যায় কয়েকটি বাড়ি। অন্তত ৮৩ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ধসে চাপা পড়ে তিন জনের মৃত্যুও হয়েছে। তবে এই বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। মাটি চাপা পড়ে গেছে কয়েকটি বাড়ি। খোঁজ মিলছে না অনেকের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দল।

২০১৮ সালের অগস্টেও বন্যার ভয়াল রূপ দেখেছিল কেরল। অবিশ্রান্ত বৃষ্টিতে ভেসে গিয়েছিল রাজ্য, মারা গিয়েছিলেন ৪৮৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *