কেন্দ্র সরকারকে দিল্লি হাই কোর্টের তীব্র ভর্ৎসনা

দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল দিল্লিকে চাহিদা মতো অক্সিজেন দিতে হবে তার থেকে কম নয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ মতো কাজ করতে পারেনি। ফলে কেন্দ্র সরকারকে আজ দিল্লি হাই কোর্ট তীব্র ভর্ৎসনা করে। দিল্লিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। তার বদলে পাচ্ছে ৪৯০ মেট্রিক টন। সুপ্রিম কোর্ট ৩০ এপ্রিল নির্দেশ দিয়েছিল ৩ মে মাঝ রাতের মাধ্যে চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করতে হবে। কিন্তু তা হয়নি। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে দিল্লি হাই কোর্ট বলে, “আপনারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকতে পারেন, আমরা নয়। আপনারা কী গজদন্ত মিনারে বাস করেন?” এর আগে দিল্লি সরকার তথ্য দিয়ে দেখায় কত পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাদের। তার পরই কোর্টের একের পর এক ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *