সপ্তাহের প্রথম দিন সোমবারের শুনশান শিলিগুড়ি আর আজকের মঙ্গলবারের শিলিগুড়ির চিত্র দেখলে অবাক হবে স্বয়ং করোনা ! করোনা সংক্রমণে ভারত সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে এসেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করছে । সচেতন মানুষ তবুও দীর্ঘ পাঁচমাস যাবদ গৃহবন্দি । প্রয়োজন ছাড়া বাজার ঘাটে বেরোচ্ছেন না , এড়িয়ে যাচ্ছেন শপিং মল, জনবহুল স্থানগুলি । কিন্তু রাজ্যে রাজনীতি চলছে রাজকীয় ভাবে । সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের বিধানসভা ভোট সময়মতো করা নিয়ে সবুজ সংকেত দিতেই শাসক -বিরোধী সবপক্ষ রাস্তায় নেমেছে।
আজ শিলিগুড়িতে জেলা তৃণমূলের মিছিল দেখে তেমনটাই অনুমান করছে বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকারের প্রতি রাজ্যের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারিকরণ প্রভৃতি বিষয় নিয়ে পূর্ব ঘোষণা মতো আজ শিলিগুড়িত প্রতিবাদ মিছিল করল জেলা তৃণমূল । এই প্রতিবাদ মিছিলে অংশ নেন জেলা সভাপতি রঞ্জন সরকার সহ জেলার অন্যান্য কার্যকর্তারা । সূত্রের খবর এই করোনার মধ্যেও প্রায় ২হাজার কর্মী সমর্থক এদিন হিলকার্ট রোডে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশ নেন । তৃণমূলের মহিলা সংগঠন, ছাত্র যুব সংগঠনের সদস্যদেরও এই মিছিলে দেখা গেল । পাশাপাশি এই আন্দোলনের ফলে চরম যানজটের সৃষ্টি হল । সোমবারের লকডাউন পেরিয়ে প্রয়োজনীয় কাজে যারা এদিন রাস্তায় বেরোলেন তারা চরম যানজটের সম্মূখীন হলেন। এই মিছিলের ফলে হিলকার্ট রোডের অপর প্রান্তে দেখা গেল গাড়ির সারি সারি লাইন । কোভিড পরিস্থিতিতেও আজকের এই প্রতিবাদ মিছিল দেখে শিলিগুড়ির রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে তাহলে কি শিলিগুড়ি থেকে করোনা চলে গেল?