কেন্দ্রের মুম্বাই- পুনের কনটেইনমেন্ট মডেলকে প্রশংসা

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মুম্বাইয়ের মডেলের প্রশংসা করেছিল সুপ্রিমকোর্ট এবং বোম্বে হাইকোর্ট। মুম্বাই ও পুনের মডেলের প্রশংসা কেন্দ্রীয় সরকারের, মহামারীর সংক্রমণ ঠেকাতে দুই শহরে সফল হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

পুনেতে মার্চের প্রথম সপ্তাহে করোনার রেট ছিল ৬৯.৭ শতাংশ। সেই সময় থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা শুরু হয়েছিল রাত এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফু জারি করা হয় যার ফলে করোনার পজিটিভিটি রেটকে অনেকটাই কমিয়ে দেয়। প্রথমে ৪৯.৮ শতাংশ কমে, কিন্তু বর্তমানে তা ২৩.৪ শতাংশ তে নেমেছে।

গত সপ্তাহের শুনানির সময় পুনেতে লকডাউন কঠোরভাবে জারি করার নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। সেই সময় পুরসভায় ক্ষমতায় থাকা বিজেপি প্রশাসনের কাছে দাবি করে, শহরে করোনার পরিস্থিতি আদালতের সামনে রাখার জন্য কারণ তাদের মন্তব্য ছিল সরকারের দেওয়া তথ্য ভুল এবং তাদের শহরে কড়া লকডাউনের কোন দরকার নেই।রাজ্যসভার সাংসদ বন্দনা চবন বলেছিলেন, শহরে কোনো নিষেধাজ্ঞা জারি করার আগে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত নিতে হবে। সব নিয়ম-কানুন মেনে চলার ফলে আজ শহরগুলি করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে সফলতা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *