‘ফীড আ মিলিয়ন’ কর্মসূচির অধীনে কেএফসি ইন্ডিয়া আসামে এক সামাজিক সহায়তা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক ও দিনহাজিরা কর্মীদের খাদ্য জোগানোর ব্যবস্থা করা হয়েছে। আসামের বিভিন্ন শহরে ইতিমধ্যে ১,৫০,০০০ আহার্য্য প্রদান করেছে কেএফসি। বিতরিত কিটসের মধ্যে ছিল অত্যাবশ্যক খাদ্য ও স্বাস্থ্যরক্ষার সামগ্রী।
এবছরের গোড়ার দিকে কেএফসি ‘ফীড আ মিলিয়ন’ কর্মসূচি ঘোষণায় জানিয়েছিল তারা দুঃস্থদের ১ মিলিয়ন আহার্য্যের জোগান দেবে। লকডাউনের মেয়াদ বাড়ায় কেএফসি লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে এপর্যন্ত দেশে ২ মিলিয়ন আহার্য্য প্রদান করেছে। রেসপন্সনেটের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরিত হয়েছে আসামের গুয়াহাটি, কোকরাঝাড়, সোনাপুর ও অন্যান্য স্থানে। কোভিড-১৯ পরিস্থিতির অনিশ্চয়তার ফলে বিতরিত কিটস পরিযায়ী শ্রমিক ও দিনহাজিরা কর্মীদের পরিবার-পরিজনদের খুবই উপকারে এসেছে।