কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার!

 প্রাক্তনমন্ত্রী তথা ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা তুলে নিল রাজ্য প্রশাসন। এই নিয়ে রীতিমত শোরগোল মালদার রাজনীতি মহলে। দলবদলের গন্ধ নাকি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ! এই ভাবনা বর্তমানে ইংরেজবাজারের প্রাক-ভোট মুহূর্তে ভাবাচ্ছে শাসকদলের নিচু কর্মীদের। জানা গেছে , বুধবার সকাল থেকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার তিন সশস্ত্র নিরাপত্তা রক্ষীকে দেখা যায় নি। যা নিয়ে রীতিমতো জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি দলবদলের ইঙ্গিত পেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব।  অথবা ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি ভাঙচুর, তার ওপর হামলার ঘটনায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তাহলে কি এই জামিন অযোগ্য ধারায় মামলার বিষয়টি নিয়ে চূড়ান্ত আইনি ব্যবস্থার পথে এগোচ্ছে পুলিশ ও প্রশাসন এরকমও ইঙ্গিত মিলছে বিশেষ একটি সূত্র থেকে।

যদিও এ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেলে আমি একটি দলীয় কাজে বেড়িয়েছিলাম। তখন আমার সঙ্গে তিনজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী ছিলো। তাদের একজনের কাছে ফোন আসে যে আমার নাকি নিরাপত্তারক্ষী ক্লোজ করা হয়েছে। তাদেরকে চলে যেতে বলা হয়। এরপরই নিরাপত্তারক্ষীদের একজন আমাকে একথা বলে। আমি তাদের চলে যেতে বলি। হঠাৎ করে কেন নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হলো সে ব্যাপারে আমি কিছুই জানি না। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *