রবিবার রাতে অনশন করে প্রতিবাদ জানালেন কৃষ্ণনগর গ্লোকাল হাসপাতলে ভর্তি থাকা করোনা আক্রান্তদের একাংশ। দিনে খাবার দেওয়া হচ্ছে মাত্র তিনবার। সেই খাবারের গুণগত মানও অত্যন্ত খারাপ। এই অভিযোগ উঠল হাসপাতলের বিরুদ্ধে। কৃষ্ণনগর থেকে একটু দূরে ৩৪ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত এই গ্লোকাল হাসপাতাল।
করোনা রোগীদের অভিযোগ, তাদের মাত্র তিন বেলা খাবার দেওয়া হয়। বিকেলে কোন টিফিন বা চা-কফি দেওয়া হয় না। সকালে দুপুরে এবং রাত্রে যে খাবার দেওয়া হয়, তার গুণগতমান অত্যন্ত খারাপ । সূত্রের খবর, রবিবার রাত্রের খাবার মুখে দেওয়ার যোগ্য নয় এই অভিযোগ তুলেছেন করোনা রোগীরা। এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য রাতে খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালে ভর্তি করোনা রোগীরা। প্রশ্ন উঠছে, কেন এই হাসপাতালের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ উঠছে।