১০০ তম দিনে পা দিল নয়া তিন কৃষি আইন বাতিল কৃষক আন্দোলন। সাফল্য এখনও আসেনি। কোনও ভাবে বন্ধ করা যায়নি কৃষক আন্দোলন। কিন্তু নিজেদের অবস্থানে অনড় কৃষকেরা। এ আন্দোলনে একমাত্র দাবি কৃষি আইন বাতিল। সরকারের কাছে শান্তিপূর্ণ ভাবে নিজেদের অধিকারের দাবি জানাবে কৃষকেরা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে আন্দোলনরত ২৪৮ কৃষকের। কিন্তু তাও এখনও গলাতে পারেনি সরকারের মন।
কৃষি আইন বাতিল আন্দোলনে এখনও অনড় কৃষকেরা
