কৃষি আইন বাতিলের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ

কৃষি আইন বাতিলের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কিষাণ সঙ্ঘ সমন্বয় কমিটির সদস্যরা। এদিন জলপাইগুড়ি রোড রেলস্টেশনে দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখান বাম দলের নেতা কর্মীরা। সূত্রের খবর , বৃহস্পতিবার ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা৷ নেতৃত্বে ছিলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, প্রাক্তন সাংসদ জিতেন দাস সহ বিভিন্ন নেতা‌রা।

জলপাইগুড়ি জেলায় মোট ছয়টি ষ্টেশনে এদিন রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয় বলে আন্দোলনকারীরা জানান। জলপাইগুড়ি রোড স্টেশন ছাড়াও এদিন আমবাড়ি ও ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এজন্য রোড স্টেশনে কোন ট্রেন না আসায় রেল লাইনে বসে থেকে প্রায় ১ ঘন্টা বিক্ষোভ আন্দোলন চালান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *