কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার রেল, ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। এবার কৃষক দেরও বিক্রি করার চেষ্টা করছে ।এই অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল কংগ্রেস কর্মীরা।কংগ্রেসের কৃষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামেন তারা। শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকেে এই মিছিল বের গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি গিরিজা রায় বলেন, জনবিরোধী কৃষি আইন সাধারণ কৃষকদের ওপর চাপিয়ে দিয়ে চরম দুর্গতি ডেকে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধেই তাদের এই আন্দোলন।