কৃষি আইন এবং বিদ্যুৎ আইনের বাতিলের দাবিতে প্রতীকি অনশনে বসলেন অল ইন্ডিয়া কিষান মজদুর সংগঠনের। এদিন শিলিগুড়ি বিধানরোডের গোষ্ঠপাল মূর্তির পাশে কেন্দ্রের জনবিরোধী বিলের প্রতিবাদে অনশনে বসলেন। সকাল থেকেই মঞ্চ গড়ে এদিন দিনভর অনশন কর্মসূচি পালন করেন তারা। অনশন আন্দোলনে অংশ নেন সারা ভারত কৃষক সংগঠনের শতাধিক নেতা কর্মী। জানা গেছে কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশ জুড়েই আন্দোলনে নেমেছে কৃষক সমাজ। সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের নেতা হরিভক্ত সর্দার বলেন, কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে তাদের এই অনশন অবস্থান চলছে। কেন্দ্রীয় সরকার যতদিন পযর্ন্ত কৃষি আইন বাতিল না করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।