কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে ৫ বছরের জেল

৬০ বছরের পুরোনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। কুকুর মেরে, বিড়াল মেরে ১০ থেকে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এত দিন। কিন্তু আর নয়, সেই দিন শেষ। কোনও ধরণের পশুদের ওপর অত্যাচার করলে ৫ বছর জেল এবং অন্তত ৭৫ হাজার জরিমানা দিতে বাধ্য হবে।

নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হচ্ছে এই সংশোধিত আইনে। এবং সেটি হতে পারে ৫ বছরের হাজতবাসও। শুক্রবার রাজ্যসভায় লিখিত ভাবে মৎস্য, পশু ও ডেয়ারি মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘১৯৬০ এর PCA-তে পরিবর্তন এবং কঠোর শাস্তির পর্যবেক্ষণ করেছে কেন্দ্র। এই আইনে পরিবর্তনের মাধ্যমে জরিমানার অঙ্ক বাড়ানো হবে এবং শাস্তিও কঠোর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *