অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকখানি বাড়ল রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের জন্য হালকা গরম লাগছেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘন কুয়াশার দাপট অব্য়াহত থাকবে জেলাগুলিতে। শহর কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় কমেছে ৪ ডিগ্রি। তবে আজ সারাদিন খানিকটা মেঘলাই থাকবে আকাশ। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার থেকেই শুরু হতে পারে বৃষ্টিপাত।