এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফোন আসে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী কাল বুধবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। মুখ্যমন্ত্রী আগাম অভিনন্দন জানিয়েছেন ছাত্রছাত্রীদের। তিনি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ১৭ জুলাই।
লকডাউনের ফলে উচ্চমাধ্যমিকের তিন পরীক্ষা বাতিল হলেও মাধ্যমিকের সবকটি পরীক্ষাই নির্বিঘ্নে শেষ হয়েছিল। তাই সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে দশটা থেকে মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। অ্যাডমিট কার্ডের নম্বর দিয়েই তা দেখতে পারবে পড়ুয়ারা। তবে মার্কশিট দেওয়া হবে না ছাত্রছাত্রীদের হাতে। স্কুলে মার্কশিট আনতে যেতে হবে আভিভাবকদের।