২৬ জুলাই (১৯৯৯) দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস ৷ এই দিনটি ভোলার নয় প্রত্যেক বছর এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন। ২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী ৷ প্রায় দু’মাস ধরে চলেছিল কার্গিল যুদ্ধ ৷ ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’। প্রায় ৬০০ জন বীর সেনার বলিদানে শেষপর্যন্ত পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনী ৷ ভারতীয় সেনাকে এই যুদ্ধে সাহায্য করে ভারতীয় বায়ুসেনাও ৷ প্রত্যেক বছর ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস ৷