কাজের দাবিতে আন্দোলনে যুবশ্রী প্রাপকরা

ভাতা নয় , দুমুঠো অন্নের জোগানের জন্য কাজ চাই। আর এভাবেই যুবশ্রী প্রাপকরা কাজের দাবি জানিয়ে আন্দোলনে নামলেন। শুক্রবার জলপাইগুড়ি‌র কিং সাহেব ঘাট এলাকায় জমায়েত করে বিক্ষোভ দেখা‌ন তারা। যুবশ্রী প্রাপকদের অভিযোগ, বর্তমান সরকার আসার পর থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আট বছর পার হয়ে গেছে। তা সত্ত্বেও তাদের চাকরি হয়নি। তাই এবার কলকাতার রাজপথে বসে অনশন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন কয়েক হাজার যুবশ্রী প্রাপক।

শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান All bengal youth welfare assation যুবশ্রী জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। জানান, জলপাইগুড়িতে প্রায় তিন হাজার যুবশ্রী রয়েছে। তারা সকলেই কলকাতার রাজপথে অনশনে বসবে। যতদিন পর্যন্ত তাদের স্থায়ী চাকরির ব‍্যবস্থা না হচ্ছে অনশন চলবে বলে হুমকি দেন সংগঠনের সভাপতি মনতোষ সরকার। বলেন শাসকদলের বিধায়কদের কাছে অনেকবার দাবিপত্র দিয়েও কোন‌ও লাভ হয়নি। এজন্য বাধ্য হয়ে কলকাতা গিয়ে অনশন আন্দোলন করে আমাদের দাবি জানাবো মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *