কাউকেই জোর করা হবে না বন্ধের জন্য

কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রয়েছে৷ আজ নিয়ে ১৩ দিনের মাথায় কৃষক আন্দোলন। আজ ৮ ডিসেম্বর সারা দেশে ভারত বন্ধ চলছে৷ তবে ভারত বন্ধ নিয়ে কোনও কৃষক সংগঠন বা কৃষক আন্দোলনের কোনও নেতা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনও আলোচনা করেনি।

তবে এই বন্‌ধ নিয়ে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। এ দিন বন্ধ হলেও যেকোনও জরুরি পরিষেবা চালু থাকবে। কৃষকদের ডাকা বনধের জেরে ভারতীয় রেল বেশ কিছু ট্রেন বাতিল করে দিয়েছে৷ কিছু ট্রেন বাতিল, আর কিছু ট্রেনের রুট বাতিল হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *