কলকাতায় দোতলা বাস ফিরছে নীল-সাদা রঙে। পুজোর আগে মঙ্গলবার নবান্ন থেকে দু’টি দোতলা বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট।
বাসগুলিতে থাকবে সিসিটিভি, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে,পর্যটন বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন এই বাস চালাবে।