কলকাতা: করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে৷ জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ শুধু শহর কলকাতায় আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৯০ হাজার ছাড়াল৷ উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮৬ হাজার৷ মৃতের নিরিখেও প্রথম কলকাতা৷ তার মধ্যে চালু হয়েছে লোকাল ট্রেন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৮৩৯ জন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত ৯০ হাজার ৭৬৯ জন৷ একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮২০ জন৷ যার ফলে এই জেলায় মোট আক্রান্তে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৫২৫ জন৷ প্রায় ৮৬ হাজার৷ একদিনে মৃত্যু হয়েছে মাত্র ২৩ জনের৷