করোনা সংক্রমণ, ডেঙ্গু সহ একাধিক রোগের বিষয়ে মানুষকে সজাগ করতে ট্যাবলো লাগানো গাড়ি ঘুরবে ক্লাবে ক্লাবে। পুজো উপলক্ষে মানুষকে আরো বেশি সজাগ করতে এই সিদ্ধান্ত জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের ।
জানা গেছে ,বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে দুর্গা পুজোর মরসুমে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সচেতনতা বাড়ানোর পাশাপাশি টিবি এবং মশা বাহিত রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সচেতনতা বাড়াতে ট্যাবলোর সূচনা হয়। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি সবুজ পতাকা নেড়ে ট্যাবলোর সূচনা করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক, করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশ্যাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় প্রমুখ ।