করোনা রুখতে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর: রাজ্যে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করণের মোকাবিলায় শপথগ্রহণের দিনে সবার প্রথমে তিনি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানান কোভিদ সংক্রমণ রক্তে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রেল পরিষেবা বন্ধ থাকবে। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের বাইরে থেকে অবাধ প্রবেশ চলবে না, বিমান চড়তেও আরটিপিসিয়ার টেস্ট বাধ্যতামূলক।

প্রত্যেক বেসরকারি সংস্থা ৫০ শতাংশ লোক কাজ করবে অর্থাৎ বাকি লোক ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।
এবার থেকে ব্যাংক দশটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে।
যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে স্যানিটাইজেশন করা হবে।
রাজ্যে প্লাজমা ব্যাংক বাড়ানো হবে।
বিমান যাতায়াত করতে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে।
মুখ্যমন্ত্রী এদিন তাদের নির্দেশ দিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পিক ছবিও ভিডিওর বিষয়ে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে ব্যবস্থা নিতে বলেন তিনি।
খুব অল্পসময়ের মধ্যেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী সেখানেই তার প্রথম বক্তব্য ছিল কোভিদ মোকাবিলা স্বাস্থ্যসচিব মুখ্য সচিব দের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
বেড বাড়ানোর পরামর্শ দেন মমতা, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যাতে সকলে পায় সেটাই আপাতত প্রধান কাজ বুঝিয়ে দেন মমতা। এরপরই মুখ্যমন্ত্রী ভ্যাকসিন এর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *