করোনার দ্বিতীয় ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ। আস্তে আস্তে সব কিছু খুলতে চলেছে দেশে। ফের স্বাভাবিক গতিতে ফেরার চেষ্টা। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ এবং জাদুঘর। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্যই এবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল সহ অন্যান্য স্মৃতিসৌধের দরজা। ১৬ জুন থেকে খুতলে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব স্মৃতিসৌধ, যাদুঘর। এএসআই পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মৃতিসৌধগুলি খুললেও এখন সেখানে যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করতে হবে অফলাইনে কোনও টিকিট বুক করা যাবে না।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রথম থেকেই কেন্দ্র সরকার ১৫ এপ্রিল তাজমহল, লাল কেল্লা এবং অজন্তা গুহাগুলি সহ কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত সমস্ত স্মৃতিসৌধ এবং জাদুঘর বন্ধ করার নির্দেশ দিয়েছিল।