করোনা পরিস্থিতিতে শুরু হল ভোটগ্রহণ

করোনা পরিস্থিতিতে কমবেশি শান্তিপূর্ণভাবেই শুরু হল দেশের সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়ার প্রথম পর্ব। বিহারে শুরু হল বিধানসভা নির্বাচন। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র কড়াভাবে কোভিড নিয়ম পালনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী সকালে ট্যুইট করে লিখেছেন, ‘আজ বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। ভোটারদের কোভিড নিয়ম মেনে, দু গজের দূরত্ব বজায় রেখে গণতন্ত্রের উত্‍‌সবে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় বিহারের ৭১টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা নাগাদ।

নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সব রকম ব্যবস্থা করা হয়েছে। করোনা রুখতেই প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত রাখা হয়েছে ১০০০-১৬০০ মধ্যে। নির্বাচন কমিশন আগেই করোনা পরিস্থিতিতে ভোটের জন্য আলাদা করে কয়েকটি নির্দেশিকা দিয়েছিল। বয়স্কদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *