ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রোজই নতুন রেকর্ড গরছে। গোটা বিশ্বে সর্বাধিক আক্রান্তের মামলায় ভারত তৃতীয় স্থানে পৌঁছেছে। ভারত রবিবার রাশিয়াকেও পিছনে ফেলে দেয়। এখন বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশের মধ্যে আমেরিকা প্রথম স্থানে আছে। বিশ্বের এই সুপার পাওয়ার নেশনে করোনার সংখ্যা ২৯ লক্ষ পার করেছে। আমেরিকার ভারতের থেকে চার গুন বেশি মামলা আছে। ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে। সেখানে ভারতের থেকে দ্বিগুণ মামলা আছে। আর করোনায় মৃত্যুর মামলায় আমেরিকা এবং ব্রাজিলের অবস্থা সবথেকে খারাপ।
ওয়ার্ল্ডমিটার অনুযায়ী, রবিবার বিকেল পর্যন্ত ভারতে ১৩ হাজার মামলা সামনে এসেছে। আর গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৭ হাজার হয়ে গেছে। এর সাথে সাথে ভারত সর্বাধিক আক্রান্তের সংখ্যায় রাশিয়াকেও পিছনে ফেলে দিয়েছে। রাশিয়ায় এখন ৬ লক্ষ ৮১ হাজার মামলা আছে।
আরেকদিকে ভারত আগামী মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। ভারত বায়োটেক দ্বারা নির্মিত করোনার এই ভ্যাকসিনকে মানবদেহে পরীক্ষা করানোর জন্য ICMR আগেই অনুমতি দিয়ে দিয়েছে। এই জুলাই মাস থেকেই মানব দেহে পরীক্ষা করা হবে এই ভ্যাকসিন। সব কিছু ঠিক থাকলে স্বাধীনতা দিবসের দিনেই এই ভ্যাকসিন লঞ্চ হতে চলেছে।