করোনায় প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

করোনাভাইরাস কেড়ে নিল আরও অমূল্য কিংবদন্তী এক চিকিৎসকের। আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস আই পদ্মাবতীর (১০৩)। নিজের হাতে প্রতিষ্ঠা করা ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ ১১ দিন ধরে চিকিৎসা চলার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে যে, করোনা আক্রান্ত হওয়ার আগে পর্যন্তও, সক্রিয় এবং সুস্থ জীবন কাটিয়েছিলেন দেশের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট।

তার জন্ম মায়ানমারে, ১৯১৭ সালের ২০ জুন৷ তিনি রেঙ্গুনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনে চলে যান, সেখানে তিনি রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপি এবং তারপরে এডিনবার্গের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপিই পেয়েছিলেন। এর বেশ কিছু সময় পরে ভারতে চলে আসেন পদ্মাবতী৷ এরপর দেশের প্রথম হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তিনি৷ চিকিৎসক মহলে তিনি পরিচিত ‘গডমাদার অফ কার্ডিওলজি’ নামে। ১৯৫৪ সালে তাঁর হাত ধরেই উত্তর ভারতের প্রথম কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন ল্যাবোরেটরি তৈরি হয় লেডি হার্ডিং মেডিকাল কলেজে। ১৯৬২ সালে এস আই পদ্মাবতী প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *