করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দুই লাখ পেরিয়েছে কেরালায়। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল কেরালা প্রশাসন। করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।