মুম্বই: ‘সুনামির মতো’ করোনার দ্বিতীয় বা তৃতীয় ধাক্কাও আসতে পারে বলে মনে করছেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকর। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ভিড়ের কারণে কোভিড কিন্তু মোটেই মারা যাচ্ছে না, বরং তা আরও বাড়ছে। ভ্যাকসিন এখনও বের হয়নি, কখন বেরোবে তাও আমরা জানি না। আমাদের এখনও খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখনও স্কুল খুলত পারিনি। দয়া করে ভিড় করবেন না, মাস্ক পড়ুন, বারে বারে হাত ধুন, কিছুটা দূরত্ব বজায় রাখুন। এভাবেই আপনি নিরাপদে থাকতে পারেন।”