সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। রাজ্যে আক্রান্ত হচ্ছেন একের পর এক প্রার্থী। এবার করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র। রয়েছে নানা উপসর্গ। এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা। মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ টিম তৈরি হয়েছে তাঁর চিকিৎসার জন্য। উল্লেখ্য যে, পঞ্চম দফার নির্বাচন মিটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র।
করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতা
