কমেড-কে ইউনি-গেজ এন্ট্রান্স এগ্‌জাম

কর্ণাটক প্রফেশনাল কলেজেস ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনি-গেজ মেম্বার ইউনিভার্সিটিগুলির অনুমোদিত কলেজগুলিতে বি. ই/বি. টেক পাঠক্রমে ভর্তির জন্য একটি কম্বাইন্ড এগ্‌জামিনেশন হিসেবে কমেড-কে ইউগেট (COMEDK UGET) ও ইউনি-গেজ (Uni-GAUGE) এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে আগামী ২০ জুন। ভারতের ১৫০টিরও বেশি শহরে ৪ শতাধিক টেস্ট সেন্টারে অনলাইনে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এবছর ৮০,০০০-এরও অধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসবে বলে আশা করা হচ্ছে। ২২ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ভর্তির জন্য আবেদনকারীদের নাম নথিভুক্তির স্থান – www.comedk.org অথবা www.unigauge.com

ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-ইউনিভার্সিটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এগ্‌জাম কমেড-কে – ইউনি-পরীক্ষার ফলাফল ১৮০টিরও অধিক ইনস্টিটিউশন ও ৩০টিরও বেশি ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য। ১৫০টি শহরে ৪০০ পরীক্ষাকেন্দ্র-সহ এই এন্ট্রান্স এগ্‌জাম যথেষ্ট সুনাম অর্জন করেছে। অনলাইন পরীক্ষা ও আবেদন প্রক্রিয়ার ব্যাপারে বিশদে জানার জন্য শিক্ষার্থীদের যোগাযোগ করতে হবে এখানে: www.comedk.org অথবা www.unigauge.com। আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা পরিচালিত হবে সম্পূর্রূপে অনলাইন মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *