এবার লাইভ টেলিকাস্ট বেলুড় মঠের পুজো

করোনা সংক্রমণ কালে বেলুড় মঠের ১১৯ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় এই বছর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই প্রথম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। পুজোর সবকটা দিন মায়ের পুজো লাইভ টেলিকাস্ট হবে বেলুড় মঠের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে দেখা যাবে।

বেলুড় মঠ সূত্রে খবর, তাঁদের ওয়েবসাইটে দেখা যাবে পঞ্চমীর দিন সন্ধ্যারতি, দেবীর বোধন, ষষ্ঠীর দিন দেবীর কল্পারম্ভ আমন্ত্রণ অধিবাস। সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো। অষ্টমীর দিন কুমারী পুজো, দশমীর দিন দেবী বিসর্জন— দেখা যাবে সবই। প্রত্যেক বছরের মতো এই বছরও পুজো হবে সমস্ত আচার বিধি মেনে।

তবে এই বছর পুজো মূল মন্দিরের ভেতরে হবে এবং প্রতিমার আকারও গতবারের তুলনায় ছোট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *